তবুও ৫০ টাকার কমে মিলছে না আলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ০৯:৪৯| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১১:৪৬
অ- অ+

খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম ওঠার পর আলুর দাম কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতি কেজি আলুর খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। কিন্তু তা মানছেন না ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায়ও রাজধানীতে প্রতি কেজি আলু বিক্রি হতে দেখা গেছে ৫০ থেকে ৫৫ টাকায়।

গতকাল সকালে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে দেশে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেধে দেওয়া হয়েছে ২৩ টাকা।

সকালের সিদ্ধান্ত সন্ধ্যায়ও বাস্তবায়ন হতে দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর, মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় বাজার এবং মুদি দোকানে প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

সরকারি সিদ্ধান্তের পরেও দাম না করার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, তারা উচ্চমূল্যে আলু কিনেছেন। বেশি দামে কেনা আলু বিক্রি বেশি দামেই বিক্রি হবে। এরপর পাইকারি বাজার থেকে কম দামে আলু পেলে তা কম দামে বিক্রি হবে।

এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. সেলিম ঢাকাটাইমসকে বলেন, ’৬০ টাকার নিচে তো আলুই পাই না। গত কয়েকদিন তো আধা কেজি, এক কেজি করে কিনেছি। আজ দোকানে গেলাম- ৫৫ টাকা করে চাচ্ছে। কিন্তু সকালে দেখলাম, আলুর দাম নাকি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার শুধু দাম নির্ধারণ করে দেয়, তা বাস্তবায়ন করা হয় কি-না, সেটাও তো দেখা দরকার।‘

একই অভিযোগ মিরপুর ৬০ ফিট এলাকার বাসিন্দা পারভেজ হাসানের। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘পণ্যের দাম বাড়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে হুটহাট দাম যেন না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখা যায় না? এক কেজি আলুর দাম ৬০ টাকা আমি আমার জীবনে দেখি নাই। দাম নির্ধারণের পরেও দাম কমে নাই। এখনো ৫৫ টাকা, ৬০ টাকা করেই আলু।’

ঢাকাটাইমস/১৫অক্টোবর/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা