ধর্ষকদের ছাড় না দেয়ার প্রত্যয় পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৫:০৩| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৫:২০
অ- অ+

নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতসহ সব ধরনের অপরাধীদের প্রতিরোধের ঘোষণা এসেছে ভালুকা মডেল থানা বিট পুলিশের পক্ষ থেকে। ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এক সমাবেশ থেকে এমন ঘোষণা আসে।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার দেশব্যাপী সমাবেশ করছে পুলিশ। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ হচ্ছে। যেখানে অংশ নিয়েছেন পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এরই অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা মডেল থানার ধীতপুর ইউনিয়ন বিট পুলিশের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পুলিশের প্রতি সমাজের মানুষের আস্থার জায়গা তৈরি ও অপরাধীদের ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, সামাজিক অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের পাশে থেকে কাজ করছে পুলিশ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়নে কাজ করবে পুলিশ। কাউকে ছাড় দেয়া হবে না। সমাজকে অপরাধীমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা পেলে আমরা অপরাধমুক্ত সমাজ গড়তে পারবো।

সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা গাজী আ. রহমান খান, ইউপি সদস্য দুলাল ফকির, মজিবর রহমান, নজরুল ইসলাম, সংরক্ষিত সদস্য শিরিনা আক্তার প্রমুখ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এছাড়া সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা