১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ২১:১৫
অ- অ+

আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ার লাইনস।

শনিবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ার লাইনস। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে টিকিট ক্রয় করা যাবে।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে বলে বার্তায় উল্লেখ করেন তাহেরা খন্দকার।

জানা যায়, প্রথমে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে।

প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজাবার এবং রবিবার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।

সূত্র বলছে, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করতে যাচ্ছে বিমান।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা