বাঁকখালী নদীতে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৮:৩৫| আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:০৭
অ- অ+

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে শখের বশে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুই যুবকের মধ্যে মোহাম্মদ ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে নাজিরারটেক এলাকার সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকির হোসেন।

সকাল থেকে তাদের উদ্ধারে চট্টগ্রাম ও কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে রবিবার রাতে বাঁকখালী নদীর কস্তুরাঘাট মোহনায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেন জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুই বন্ধু বেলাল হোসেন ও মোহাম্মদ ইউনুছ ছোট একটি নৌকা নিয়ে শখের বশে বাঁকখালী নদীতে ঘুরতে যান। পরে কস্তুরাঘাট মোহনায় পৌঁছালে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয় জেলেরা নৌকার মাঝি শুক্কুরকে জীবিত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সোমবার দুপুরে ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ বেলাল হোসেনকে উদ্ধারে এখনও কাজ চলছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা