ইউআইটিএসে ধর্ষণবিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৮:৫০
অ- অ+

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে কর্মসূচি ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। রাজধানীর বারিধারায় রবিবার বেলা ১১টার দিকে ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন প্রগতি সরণিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা ধর্ষণের মতো জঘন্যতম ও বর্বর কর্মকান্ডের প্রতিবাদ জানান। নারীর সম্মান-মর্যাদা রক্ষায় ইউআইটিএসের প্রতিষ্ঠাতা সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নারীর প্রতি মর্যাদাপূর্ণ বাণীর উদ্ধৃতি দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

ইউআইটিএসের প্রক্টর মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. পলাশ চন্দ্র কর্মকার, সিএসই বিভাগের প্রধান আল-ইমতিয়াজ, সহকারী প্রক্টর শুভ দাস, মো. খালিদ মাহবুব খানসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা