দুই বাংলার পূজার গানে মডেল নিপুণ রাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৪:২৫| আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৪:২৭
অ- অ+

কলকাতার শিল্পী আকাশ সেন ও এপার বাংলার শিল্পী হৈমন্তীর গাওয়া পূজার গানের মডেল হলেন নিপুণ রাজ। গানটি দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে। ঢাকঢোলের তালে শারদীয় সাজে একঝাঁক নৃত্যশিল্পী নিয়ে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে রাজধানীর পূজামণ্ডপে।

পূজার জন্য নির্মিত এই গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। গানের সুর করেছেন রনি ও আপন। পরিচালনা করেছেন সৌমি এ ঘোষ ইমন। সহপরিচালক হিসেবে কাজ করেছেন নিলয় নীল।

পূজার গানটির নৃত্য পরিচালনা করেছেন সারোয়ার সাকিল, গানটির দৃশ্যায়ন করেছেন কাউসার আহমেদ। রূপসজ্জা করেছেন জহির। গানটির দৃশ্য ধারণ করা হয় রাজধানীর রমনা কালী মন্দিরে।

মডেল নিপুণ রাজ জানান, দুই বাংলার আয়োজনে নির্মিত এই গানটি ছাড়াও এবার পূজায় তার আরও ৫টি গান প্রকাশিত হচ্ছে। এই গানে নিপুণ রাজের সাথে অভিনয় করে মডেল অলংকার চৌধুরী এবং মিস ইউনিভার্স অনন্যা সাহা।

দুই বাংলার শিল্পীর গাওয়া পূজার গানটি নিয়ে মডেল ও নৃত্যশিল্পী নিপুণ রাজ বলেন, আশা রাখি সব মিলিয়ে এবার পূজায় গানটি বেশ সাড়া ফেলবে দর্শক-শ্রোতাদের মাঝে। গানটি অনেক যত্ন নিয়ে করা হয়েছে।

উল্লেখ্য, এবার পূজায় নৃত্য পরিবেশন, গানের মিউজিক ভিডিও, মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছে মডেল নিপুণ রাজ।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা