আনোয়ারায় আগুনে পুড়ল দুই বসতঘর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৭:৩১

চট্টগ্রামের আনোয়ারায় আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আনোয়ারা ফায়ার সার্ভিস। এ আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী আব্দুস সত্তার ও নুরুল ইসলামের।

নয়ন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আব্দুস সত্তারের ঘরে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান দেখে ও ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দুলাল মিত্র বলেন, খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করলেও ক্ষতির পরিমাণ আরো কম হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :