নড়াইলে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৮:৪২
অ- অ+

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা এ আদেশ দেন।

কালিয়া থানার এসআই সাইদুর রহমান ও দেবব্রত জানান, সকালে কালিয়ার নবগঙ্গা ও চিত্রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ সাত জেলেকে আটক করা হয়। এরা হলেন- কালিয়ার বিষ্ণুপুর গ্রামের হাসান মুন্সী ও আজিজ মুন্সি, পাচকাহুনিয়া গ্রামের পাভেল শিকদার ও শেরেকুল শিকদার, চন্দ্রপুর গ্রামের হাসান শেখ ও বাপ্পি মল্লিক এবং বুড়িখালী গ্রামের সজিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে, গত ১৭ অক্টোবর কালিয়ার চিত্রা ও নবগঙ্গা নদীতে রাতভর অভিযান চালিয়ে ইলিশ মাছ ও জালসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ। জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে অভিযান চালায় পুলিশ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা