নদী গবেষণার পরিচালককে অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৮:৩০
অ- অ+

নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সাময়িক বরখাস্ত) ড. প্রকৌশলী লুৎফর রহমানকে প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে নিজ বাসায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন আইইবি ফরিদপুর শাখার নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে পুলিশ আইইবির কর্মকর্তাদের সহযোগিতায় নদী গবেষণার ক্যাম্পে গিয়ে তাকে উদ্ধার করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোন কারণ ছাড়া নদী গবেষণার বর্তমান মহাপরিচালকের নির্দেশে প্রতিষ্ঠানটির পরিচালককে তার বাসায় বিদ্যুৎ ও পানি লাইন বন্ধ করে তালাবদ্ধ করে রাখা হয়েছে- যা সম্পন্ন বেআইনি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে নদী গবেষণার মহাপরিচালক আলিমউদ্দিন জানান, তাকে (পরিচালক) অবরুদ্ধের বিষয়টি আমার জানা নেই। কেনো বা কারা তাকে অবরুদ্ধ করেছে- সেটাও জানি না।

নদী গবেষণার ইনস্টিটিউটের পরিচালককে উদ্ধার করার বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, পরিচালক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান অনেক দিন পর নিজ বাসায় আসার কারণে তাকে বাড়ির ভেতরে রাখতেই তালাবদ্ধ করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তারা। পরে পরিচালকের সঙ্গে কথা বলে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা