ইলিশ ধরায় পাবনায় ১৬ জেলের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ০৯:২৮
অ- অ+

নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে ৪০ হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশ।

পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ শনিবার দিনভর অভিযান চালিয়ে ওই ১৬ জেলেকে আটক করে। পদ্মা নদীর সাতবাড়িয়া, মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

পরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী ভ্রাম্যমাণ আদালত গঠন করে আটক ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী জানান, জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা