দীর্ঘ সময় ঝুলে ছিল শিশু শিক্ষার্থীর লাশ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ২১:০৪

ময়মনসিংহ সদর উপজেলার শস্যমালা গ্রামে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর লাশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহত মেয়েটির নাম লামিয়া আক্তার (১০) স্থানীয় শস্যমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আবুল কালাম ভ্যানচালক আর মা খাদিজা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।

পুলিশ ও স্থানীরা জানান, শনিবার সকালে লামিয়াকে বাড়িতে রেখে কাজে বের হয়ে যান বাবা আবুল কালাম ও মা খাদিজা। পরে বিকালে খাদিজা বাড়ি ফিরে দেখেন ঘরের আড়ার সঙ্গে তার শিশু কন্যা লামিয়ার লাশ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান বলেন, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অধিক গুরুত্বসহ তদন্ত করছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :