স্বামীর সামনেই ট্রাক কেড়ে নিল স্ত্রীর প্রাণ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ০৯:৩২| আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১২:৫৭
অ- অ+

স্বামী শুকুর আলীর সঙ্গে বাড়িতে ফিরছিলেন নিহারা খাতুন (৪০)। কিন্তু মাঝপথেই ট্রাকচাপায় থেমে গেছে তার জীবন। চোখের সামনে স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় শুকুর আলী।

চাটমোহর-মান্নানগর সড়কের সাহেব বাজার এলাকায় রবিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিহারা খাতুনের বাবার বাড়ি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বিশিপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহেব বাজার এলাকা থেকে দোকান বন্ধ করে রাস্তার একপাশ ধরে বাড়ি ফিরছিলেন চা বিক্রেতা শুকুর আলী ও তার স্ত্রী নিহারা খাতুন। এ সময় পাবনা থেকে পঞ্চগড়গামী একটি পণ্যবাহী ট্রাক (পাবনা-ট ১১-০৩৯৬) সাহেব বাজার এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে উল্টে যায়। এ সময় ওই ট্রাকটিতে চাপা পড়েন নিহারা খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে প্রাণে বেঁচে যান স্বামী শুকুর আলী।

খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহারা খাতুনের লাশ উদ্ধার করেন। ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পরে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা