বগুড়ায় মন্দিরে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১১:৩০ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১১:১৪

বগুড়ায় মন্দিরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গা মন্দিরে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবলীগকর্মীর নাম সুব্রত ওরফে সম্রাট দাস (২৭)। তিনি সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ সদর থানায় পাঁচটি মামলা রয়েছে।

জানা গেছে, নিহত সম্রাট এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। এক সময় তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। সম্প্রতি এলাকায় বালু ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ হয়। এরপর থেকে তিনি বগুড়ার চেলোপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

রবিবার রাতে সম্রাট গোপনে বাড়ি গিয়ে তার বাবা-মায়ের সাথে দেখা করেন। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মন্দিরে যান প্রতিমা দর্শনে।

এদিকে প্রতিপক্ষের লোকজন সম্রাট এলাকায় এসেছেন জানতে পেরে সাবগ্রাম হাট দুর্গা মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান নেন। সম্রাট মন্দির থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়। তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে তারা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও এ খুনের ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় মামলা করতে যায়নি। ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :