পূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দুর্গাপূজার উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।
সোমবার বিকালে দর্শনা চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিএসএফ’র গেইটে ক্যাম্পের কমান্ডার এমএন ঘোষের হাতে মিষ্টি তুলে দেন বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারেক।
এসময় আরো ছিলেন দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান।
উৎসবে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে বিজিবি-বিএসফের সৈনিকরা মনে করেন।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/পিএল)

মন্তব্য করুন