থাইসেনক্রুপ এলিভেটর ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৭:৪৩

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং থাইসেনক্রুপ এলিভেটর (বিডি) প্রাইভেট লিমিটেড সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে থাইসেনক্রুপ এলিভেটর (বিডি) প্রাইভেট লিমিটেড এর সমস্ত কর্মচারী জীবন বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসা সেবাও উপভোগ করবেন।

এম এম মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং থাইসেনক্রুপ এলিভেটর (বিডি) এর জেনারেল ম্যানেজার জনাব অংশু প্রকাশ ব্যানার্জি তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এর পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অফ কর্পোরেট সেলস; ইফতেখার আহমেদ, হেড অফ সিআরএম; মির্জা রাশেদ নেওয়াজ, রিজিওনাল ম্যানেজার, কর্পোরেট সেলস; আমান উল্লাহ, অফিসার এবং থাইসেনক্রুপ এলিভেটর (বিডি) প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে রঞ্জন কুমার তালুকদার, চিফ ফিন্যান্স কন্ট্রোলার; অপূর্ব কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স এন্ড কন্ট্রোলিং এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর ২০২০/আরকে)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :