বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিদিনই সুদৃঢ় হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৮:০০
অ- অ+

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক প্রতিদিনই সুদৃঢ় হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসায় সাক্ষাতে যান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক প্রতিদিনই সুদৃঢ় হচ্ছে। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন।’

বৈঠকে আলোচনার প্রসঙ্গ নিয়ে আনিসুল হক বলেন, ‘ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। সেই জন্য এই দুই দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা এবং প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলি কীভাবে কাজ করবে তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি আজ থেকে এই আলোচনা আরও চালিয়ে যাবো। আজ যেসব কথা বলেছি সেগুলো কাজে পরিণত করবো।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত ও বাংলাদেশের বিচার পদ্ধতি প্রায় একই ধরনের। এতে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারব এবং আরও কাজ করতে পারব।’

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিচার বিভাগ বিচারিক কাজে যে অগ্রণী ভূমিকা রেখেছে তার প্রশংসা করেন বিক্রম দোরাইস্বামী।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের ইন্ধনে মুরাদনগরে ট্রিপল মার্ডার: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা