মনের মধ্যে ঝড় চলছে শাহরুখের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১২:৪৬
অ- অ+

১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৮ উইকেটে হার। তাতে প্রীতি জিন্তার দলের সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনই ধাক্কা খেয়েছে শাহরুখ খানের নাইটদের অগ্রগতি। চিন্তিত কেকেআর সমর্থকেরাও।

এক ভক্ত শাহরুখকে টুইট করেছিলেন, ‍‍‘স্যর, কী মনে হয়, কলকাতা এবার জিতবে? কেকেআর ক্রিকেট খেলছে না, সমর্থকদের আবেগ নিয়ে খেলছে।’ উত্তরে ‍‘কিং খান’ লেখেন, ‍‍‘আরে, আমার কথাটাও তো ভাবো… মনের মধ্যে কী ঝড় চলছে!’

পাঞ্জাবের বিরুদ্ধে ১৪৯-৯ করেছিল কেকেআর। শুভম্যান গিল (৫৭) রান করেন। জবাবে ১৮.৫ ওভারে ১৫০-২ করে জিতে যায় পাঞ্জাব। ৫১ রান ক্রিস গেইলের। অপরাজিত ৬৬ রান সদ্য পিতৃহারা মনদীপ সিংয়ের। বাবার মৃত্যু সংবাদ পেয়েও ভারতে ফেরেননি মনদীপ। যা দেখে মুগ্ধ বিরাট কোহলিও। যিনি নিজে পিতৃবিয়োগের পরেও দিল্লিকে রঞ্জিতে বাঁচিয়েছিলেন। নাইটদের এখন বাকি দুই ম্যাচে চেন্নাই ও রাজস্থানকে হারাতে হবে। তাঁদের চিন্তা দুর্বল নেট রানরেট। পাঞ্জাব নেট রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে উঠে গিয়েছে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা