বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ২০:০০
অ- অ+

স্ত্রীকে হত্যার দায়ে বগুড়ায় আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীমন্ডপ গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

জানা গেছে, ২০১৬ সালের জুলাই মাসের ২০ তারিখে যৌতুকের দাবিতে আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী মদিনা বেগমকে মারপিট করে হত্যা করে। পরে নিহত মদিনা বেগমের মা রোকেয়া বেগম বাদী হয়ে কাহালু থানায় মদিনার স্বামী আব্দুল কুদ্দুস ও তার প্রথম স্ত্রী জাহানারা বেগমসহ সাতজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শেষে ওই বছরেরই ২৮ ডিসেম্বর আব্দুল কুদ্দুস ও তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করে।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন জানান, আব্দুল কুদ্দুস ২০১২ সালে নাটোরের সিংড়া উপজেলার ভোগা গ্রামের মদিনা বেগমকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। তার আগে থেকেই একটি স্ত্রী ছিল। এরপর তিনি দুই স্ত্রীকে নিয়েই বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীমন্ডপ গ্রামে বসবাস শুরু করেন। এর কিছুদিন পর আব্দুল কুদ্দুস মদিনা বেগমের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে প্রায় নির্যাতন করত। এক পর্যায়ে ২০১৬ সালের ২০ জুলাই মারধরের শিকার হয়ে মদিনা বেগমের মৃত্যু হয়। চার্জশিটে পুলিশ আব্দুল কুদ্দুস এবং তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে অভিযুক্ত করলে মদিনা বেগমের স্বামী আব্দুল কুদ্দুসের মৃত্যুদণ্ড ও জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাসের আদেশ দেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা