কাফনের কাপড় জড়িয়ে প্রাথমিকে নিয়োগের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ২০:৩৩
অ- অ+

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে। কাফনের কাপড় জড়িয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবি করছেন আন্দোলনকারীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪ দিনের মতো এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেককেই আবার শরীরে স্যালাইন লাগিয়ে ফুটপাতে শুয়ে এ কর্মসূচি অব্যাহত রাখতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, এখন পর্যন্ত দেড় শতাধিক অনশনকারী অসুস্থ হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা সুস্থ হয়ে আবারো আন্দোলনে যোগ দিয়েছেন।

তারা আরও বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮-তে ২৪ লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, যা মোট অংশগ্রহণকারীর ২.৩ শতাংশ। এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে থেকেও তিন হাজার ৫০০ জনের বেশি কর্মস্থলে যোগ দিতে পারেননি। ফলে তারা অবিলম্বে নিয়োগের দাবি জানান।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের সঙ্গে অনেক নারী প্রার্থী করোনার মধ্যে খোলা আকাশের নিচে বসে আন্দোলনে যুক্ত হয়েছেন। রাতে তারা অবস্থান না করলেও অর্ধশতাধিক পুরুষ অবস্থান করছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে আমাদের সমস্যা সমাধান হবে।’

আবু হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা দুই দফায় স্মারকলিপি ও কয়েকবার ৮-১০ জন প্রতিনিধি দল গিয়ে ঘুরে এসেছি। কোনোভাবেই আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছি না।’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা তুলে ধরতে পারলে সমাধান হবে বলেও মনে করেন তিনি।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা