বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যায় তিনজনের ফাঁসির আদেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০, ১৮:২৮
অ- অ+

বগুড়ায় বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুর ১ টায় বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বালু ব্যবসায়ী হযরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা। এরপর ওই দিনই পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের নামে নিহতের মা মেরিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ৮ জনের মধ্যে বিরুদ্ধে সিআইডির ইন্সপেক্টর ছকির উদ্দিন ঐ বছরের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আজ মঙ্গলবার বিচার কাজ চলাকালে সাক্ষীদের জবানবন্দী নেয়া শেষে রায় ঘোষণা করা হয়। এতে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ এবং বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাসের আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মানিক(২২), নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৫) ও নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে সাঈদী (২৫)।মামলায় খালাস প্রাপ্তরা হলেন বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল, শাওন, সুজন, শাহিনুর ও কাজিম।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা