বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৫:৪৫| আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৫:৫৮
অ- অ+

দেশের সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুইজন নিয়োগ পেয়েছেন। তারা হলেন ব্যাংকটির নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খান।

রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছাইদুর রহমান ও সাজেদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ৬২ বছর বয়স পর্যন্ত তারা ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন।

সেই হিসাবে এ কে এম সাজেদুর রহমানের ৬২ বছর পূর্ণ হবে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি এবং কাজী ছাইদুর রহমানের ৬২ বছর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি।

বাংলাদেশ ব্যাংকে বর্তমানে দুইজন ডেপুটি গভর্নর রয়েছেন। নতুন করে দুইজনকে নিয়োগ দেয়ায় পদটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন মোট চারজন। তাদের মধ্যে বর্তমান ডেপুটি গভর্নরদের একজন এস এম মনিরুজ্জামানের মেয়াদ শেষ হবে আগামী মাসে।

ঢাকাটাইমস/২২নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা