সিংগাইরে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, শ্বশুরের জিডি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৮:৫১| আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:৫৩
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসীর স্ত্রী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্বশুর নুরুদ্দিন। রবিবার দুপুরে নুরুদ্দিন তার প্রবাসী ছেলের বউ সাজেদা (২৫) নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছেন।

নুরুদ্দিন সিংগাইর পৌর এলাকার ২ ওয়ার্ডের আজিমপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ সাজেদা নুরুদ্দিনের ছেলে আবু বক্করের স্ত্রী। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, নুরুদ্দিনের সৌদি প্রবাসী ছেলে আবু বক্করের সাথে সাজেদার সাত বছর আগে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকলেও সাজেদা শ্বশুর বাড়ির পরিবারের সাথে থাকতেন। অন্যান্য দিনের মত গত শনিবার রাতে খাবার খেয়ে সাজেদা তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গৃহকর্তা নূরুদ্দিন সাজেদার ঘরের দরজা খোলা দেখতে পান। ওই ঘরের সব মালামাল ঠিকঠাক থাকলেও শুধু ছেলের স্ত্রী ঘরে নেই। বর্তমানে ছেলের বউ সাজেদার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে বলে নূরুদ্দিন জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম প্রবাসীর স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা