কাতারে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৯:০২
অ- অ+

আগামী ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে জামাল ভূঁইয়ারা এখন কাতারে অবস্থান করছেন। ম্যাচটি সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে।

দলটি রবিবার আল আজিজিয়া বুটিকের মাঠে কাতারের স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের প্রথম প্রশিক্ষণ সেশন শেষ করে। ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে নিজেদের প্রস্তুত করে যাচ্ছে দলের খেলোয়াড়রা।

মূল ম্যাচ খেলার আগে স্থানীয় দুইটি দলের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কাতার এফএ দুটি অনুশীলন ম্যাচের কথা নিশ্চিত করেছে। প্রথম ম্যাচটি হবে ২৫ নভেম্বর। আর্মি ফুটবল দলের বিপক্ষে স্থানীয় সময় সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটির ভেন্যু হচ্ছে, আজিজিয়াহ বুটিক (সুপার ক্লাব; পিচ ২), দোহা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ নভেম্বর। প্রতিপক্ষ দলের নাম লুসাইল স্পোর্টস ক্লাব। একই ভেন্যুতে একই সময়ে শুরু হবে ম্যাচটি।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা