ওয়ারীতে প্রেমিকের সঙ্গে অভিমানে তরুণীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৫৩
অ- অ+

রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় প্রেমিকের সঙ্গে অভিমানে করে তানিয়া আক্তার নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত তানিয়ার মামা ইভান ঢাকাটাইমসকে জানান, সোমবার দিবাগত রাতে প্রেমিক হৃদয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তানিয়া। পরে বাসার সবাই ঘুমিয়ে পড়লে সবার অগোচরে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

তানিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আশরাফ হোসেনের মেয়ে। তিনি তার পরিবারের সঙ্গে ওয়ারীর স্বামীবাগের ৩৪/১৯ নম্বর বাড়িতে বসবাস করতেন। তানিয়া তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তানিয়ার লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। এছাড়াও বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা