আসলেই কি মা হচ্ছেন বুবলী?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ০৯:১০
অ- অ+

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে টানা ৯টি ছবিতে অভিনয় করে প্রতিষ্ঠা পাওয়া চিত্রনায়িকা শবনব বুবলী হঠাৎই লাপাত্তা। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। এও গুঞ্জন রয়েছে, বুবলী অন্তঃসত্ত্বা। তিনি নাকি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন।

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাটতে শুরু করেছেন বুবলী?

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়ে গিয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

যার ফলে ক্ষীপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তো রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তাতো সময়ই বলে দেবে।

নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বাংলাভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

প্রথম ছবিতেই নজর কাড়েন। এরপর একে একে শাকিব খানের সঙ্গে ৯টি ছবিতে তিনি কাজ করেন। যার প্রতিটিই ব্যবসাসফল। এখানেও ওঠে প্রশ্ন, বুবলী কেন অন্য নায়কের সঙ্গে অভিনয় করেন না? নাকি শাকিব খানই তাকে অন্য কারো সঙ্গে দেখতে চান না? বুবলীর লাপাত্তা হওয়ার মতো এই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি।

যদিও বুবলী তার অভিনীত শেষ ছবি ‘ক্যাসিনো’তে শাকিব খানের বাইরে গিয়ে প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখন সিনেমার পাশাপাশি সবাই অপেক্ষায় বুবলীর ফিরে আসার। তিনি কি অপু বিশ্বাসের মতো ফিরবেন, নাকি একা? সেটাই এখন দেখার।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা