মাস্ক না পরায় জরিমানা গুনলেন আরও ৮০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ১৮:১৭
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসক। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে আরও ৮০ জনকে জরিমানা করা হয়েছে। গত ১০ দিনের অভিযানে প্রতিদিন গড়ে ৯৬ জনকে মাস্ক না পরার কারণে জরিমানা গুনতে হলো।

বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ১০টি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮০ জনকে ১৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

জরিমানার পাশাপাশি এক হাজার মাস্ক বিনামূল্যে বিরতণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

গত ১৭ নভেম্বর থেকে পরিচালিত অভিযানের ১০ দিনে মোট ৯৫১টি মামলায় ৯৬২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ১০ টাকা।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা