বগুড়ায় ১৫০ ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ২১:৪৭
অ- অ+

বগুড়ায় ১৫০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডি‌বি পু‌লিশ। গ্রেপ্তা‌রদের মধ্যে একজ‌ন ৮ মাদক মামলার পলাতক আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগা‌রে প্রেরণ করা হয়েছে।

জানা গে‌ছে, গোপন সংবাদে ইয়াবা বি‌ক্রির তথ্য নি‌শ্চিত হ‌য়ে ডি‌বি পু‌লিশ বুধবার বিকেলে তিনমাথা রেলগেট এলাকার কাহালু রো‌ডের হাজির মিল মোড়ে অ‌ভিযান চালায়। এ সময় ৫০টি ইয়াবাসহ ৮ মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়া‌রেন্টভুক্ত আসামি রুহুল আ‌মিন রবিন‌কে গ্রেপ্তার করে। র‌বিন সদ‌রের চাদমুহা হাট গ্রা‌মের জহুরুল ইসলা‌মের ছে‌লে। অপর মাদক কারবারি লক্ষ্ণীপুর জেলার শ‌ফির ছেলে মুছা ওর‌ফে জাফরকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার ক‌রে ডি‌বি পু‌লিশ। জাফর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বি‌ক্রির উদ্দেশ্যে ৭ দিন আ‌গে বগুড়ায় এ‌সে‌ছিলেন।

ডি‌বি পু‌লি‌শের ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার‌দের ম‌ধ্যে ইয়াবা ব্যবসায়ী জাফর কক্সবাজার ভাড়া বা‌ড়ি‌তে বসবাস ক‌রে। সেখান থে‌কে ইয়াবা সংগ্রহ ক‌রে বি‌ভিন্ন জেলায় সরবরাহ করে। এছাড়া অপর মাদক ব্যবসায়ী র‌বিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তা‌কে ওয়া‌রেন্টমূ‌লে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা