প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ০৮:৫৯
অ- অ+

৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার সঙ্গে সঙ্গে মাইলস্টোনের সামনে বিরাট কোহলি৷ আজ (২৭ নভেম্বর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নামছে ভারত৷ আর এই ম্যাচেই আরও মাইলস্টোন টপকে যেতে পারেন ভারত অধিনায়ক৷

গত ৬-৭ বছরে একের পর রেকর্ড গড়ে চলেছেন রান-মেশিন কোহলি৷ তিন ফরম্যাটের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে সাফল্যের চূড়োর দিকে এগোচ্ছেন বিরাট৷ ওয়ান ডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সর্বকালীন ৪৯টি সেঞ্চুরি থেকে মাত্র ৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি৷ এখনও পর্যন্ত ২৪৮টি ম্যাচে ৪৩টি সেঞ্চুরি বিরাটের দখলে৷ গড় ৫৯.৩৷

ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র ১৩৩ রান দূরে কোহলি৷ অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলস্টোন টপকে যেতে পারেন বিরাট৷ এমনটা হলেন বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন টপকে যাবেন বিরাট৷ কিন্তু বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০-র কম ইনিংসে এই মাইলস্টোন টপকে যাওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে৷

ডেপুটি রোহিত শর্মাকে ছাড়ায় ওয়ান ডে সিরিজে মাঠে নামছেন বিরাট৷ চোটের কারণে ওয়ান ডে এবং টি-২০ সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে হিটম্যান’কে৷ রোহিত না-থাকায় এই সিরিজে সাদা বলের ফর্ম্যাটে বিরাটের ডেপুটি হয়েছেন লোকেশ রাহুল৷ রোহিতের অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার হতে চলেছেন মায়াঙ্ক আগারওয়াল৷

করোনা আবহে প্রথমবার ক্রিকেট খেলতে নামছে টিম ইন্ডিয়া৷ বিরাট কোহলিদের গায়ে উঠেছে ১৯৯২ বিশ্বকাপের নেভি ব্লু রঙের জার্সি৷ শুক্রবার অজিদের বিরুদ্ধে সফর শুরু করছে কোহলির ভারত। গত মার্চে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ব্যর্থতার পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ মাঝপথে করোনার কারণে বাতিল করেছিল ‘মেন ইন ব্লু’৷

সিডনিতে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ৷ আইপিএল খেলে দুবাই থেকে সরাসরি সিডনি পৌঁছে গিয়েছিল কোহলি অ্যান্ড কোং৷ তারপর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে বাইশ গজে নামছে ভারতীয় ক্রিকেটাররা৷ এর মাঝে কোভিড টেস্ট এবং সর্তকার সঙ্গে প্র্যাকটিস ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে মাঠে নামছে বিরাট-রাহলরা৷

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা