ফিলিপসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ০৯:৫৫
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

কিউই ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ৫১ বলে ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৮ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। এছাড়া ডেভন কনওয়ে ৩৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।

ওপেনার মার্টিন গাপটিল ২৩ বলে করেন ৩৪ রান। ১৩ বলে ১৮ করেন অপর ওপেনার সেইফার্ট। ক্যারিবীয় বোলারদের মধ্যে থমাস ১টি, পোলার্ড ১টি ও অ্যালেন ১টি করে উইকেট শিকার করেন।

মাউন্ট মঙ্গানুইয়ে এদিন কিউইরা ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে সেইফার্ট ও সপ্তম ওভারে গাপটিলকে হারায়। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ১৮৪ রানের জুটি গড়েন কনওয়ে ও ফিলিপস। ১৯.৫ ওভারে ফিলিপস আউট হয়ে গেলেও অপরাজিত থাকেন কনওয়ে।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সুতরাং, এই ম্যাচেও যদি তারা জয় পায় তাহলে সিরিজ জিতে নেবে। অন্যদিকে, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই ওয়েস্ট ইন্ডিজের।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা