রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৪:৫৯| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৫:৩৩
অ- অ+

রাজধানীর জুরাইনে ট্রেনে কাটা পড়ে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেনের নিচে পড়ে আমিনুল ইসলাম নামের ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুল বুদ্ধি প্রতিবন্ধী। জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে ওসি রকিবুল বলেন, শনিবার বাড়ির কাছেই এক আত্মীয়র বাসায় গিয়েছিল আমিনুল। রাতে সে বাসায় ফেরার জন্য ওই আত্মীয়র বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবার খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। এরইমধ্যে জুরাইনে রেললাইনে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে আমিনুলকে শনাক্ত করেন।

ওসি আরও জানান, স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা