বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেরারম্যান মোহাম্মদ নুরুল ইসরাম রাজা, জেলা আ’লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা সমালোচনা করেন তাদের মতো মৌলবাদী ও উগ্রবাদীর বাংলায় কোনো ঠাঁই নাই।
ঢাকাটাইমস/২৯ নভেম্বর/পিএল

মন্তব্য করুন