চাঁপাইনবাবগঞ্জে মুকুল হত্যায় ৭ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৭:২০
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে চ্যাঞ্চল্যকর মুকুল হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ আসামি বেকসুর খালাস পেয়েছেন।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম ছয় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের আফতাব আলী ছেলে ডলার, সুইট, একই গ্রামের মৃত সেতাউর রহমানের ছেলে আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও আয়েশ মোল্লার ছেলে বাহার আলী। আসামিদের মধ্যে সুইট পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মুকুল ডিস এন্টিনার ব্যবসা করতেন। ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত ৭টার সময় মুকুল নিজ বাড়ি থেকে কানসাটের পুকুরিয়া যাবার পথে কানসাটের বিএন বাজার নামক স্থানে প্রতিপক্ষ সুইটের নেতৃত্বে বেশ কয়েকজন হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে ঘটনাস্থলে মুকুল মারা যান। এসময় মুকুলের সাথে থাকা অপর ৭/৮ জন গুরুতর আহত হন। মুকুলের পরিবারের সাথে প্রতিপক্ষ সুইটদের জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ ঘটনায় মুকুল পিতা রবিউল ইসলাম বাদী হয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ ২০১৫ সালের ১১ আগস্ট ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা