রূপনারানের কূলের গান

ড. নেয়ামত উল্যা ভুঁইয়া
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ২১:৪৮
অ- অ+

রূপনারানের কূলে গো, রূপ নারানের কূলে,

কুল-মান ভুলিয়া গেলাম কেবল মনের ভুলে গো-

রূপনারানের কূলে।

সখার যখন মিললো দেখা,

ভাঙলো কাঁকন ভাঙলো শাঁখা।

সাঁঝের কলসি ভাসলো ফাঁকা নাগরদোলার দোলে গো-

রূপনারানের কূলে।

ভাব দিয়েছে রূপে ধরা,

মরলো ঘাটে ঘাটের মড়া।

ভাবের মাঠে বিষম খরা, চৈত্রচিতায় জ্বলে গো-

রূপনারানের কূলে।

ভাবে-রূপে কানাকানি,

যেন সোহাগ-সোহাগিনী।

লোকান্তরের জানাজানি জাগলো এ যুগলে গো-

রূপনারানের কূলে।

ধূপের সঙ্গে গন্ধ যেমন,

সুরের সঙ্গে ছন্দ তেমন।

ভাবের সঙ্গে রূপের মিলন এমন পরাণ খুলে গো-

রূপনারানের কূলে।

জগতজোড়া নন্দকানন,

ভাব কী মানে শাসন বারণ!

তাইতো এমন গোলাপ চয়ন রূপের খোঁপার চুলে গো-

রূপনারানের কূলে।

বোধে যখন বুদ্ধি জাগে,

বোধ তখনই শুদ্ধি মাগে।

জানেনা যে অনুরাগে আবেগ থাকে মূলে গো

রূপনারানের কূলে।

আকুতি যার আগুন হয়ে,

জ্বলে ভাব আর রূপ বলয়ে।

নিন্দা রটায় লোকালয়ে কলংকেরই ঢোলে গো-

রূপনারানের কূলে।

ভুবনজোড়া নিন্দা রটুক,

সর্বনাশের পর্ব ঘটুক।

তবু ভাবের পাল্কি ছুটুক ব্রজের কদমতলে গো-

রূপনারানের কূলে।

রূপের ঘাটে ভাবের খেয়া,

পাড়ের কড়ি দেয়া-নেয়া।

লোকলাজের ডাকে দেয়া প্রথার কোলাহলে গো-

রূপনারনের কূলে।

ভাব কী-রে আর আছে ভাবে?

সে-তো রূপে বিলীন হবে।

অরূপ এবার স্বরূপ লবে, ঢলবে লীলার কোলে গো-

রূপনারনের কূলে।

রূপের মধ্যে ভাবের ছবি,

দিল-দরদে আঁকেন কবি।

নান্দনিকের নন্দে সবি মর্মে আনে তুলে গো-

রূপনারনের কূলে।

রূপনারনের কূলে গো রূপনারনের কূলে,

কুল-মান ভুলিয়া গেলাম কেবল মনের ভুলে।

ভাব মরে-না সংস্কারের নিন্দা-কাঁটার হুলে গো-

রূপনারনের কূলে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা