মিরপুরে অনুশীলনে ফিরলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:০৫| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪২
অ- অ+

মিরপুরের একাডেমি মাঠে মঙ্গলবার অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিন মাশরাফি একাডেমি মাঠে এসে কিছু সময় দৌঁড়ান। পরে বোলিং অনুশীলন করেন।

আর তাতেই গুঞ্জন উঠেছে, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই কোনো একটি দলের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে। আর সেই দল হতে পারে গাজী গ্রুপ চট্টগ্রাম।

চট্টগ্রাম দলের মুমিনুল হক ইনজুরিতে আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। শোনা যাচ্ছে, মুমিনুলের বদলে মাশরাফিকে দলে নিতে পারে তারা।

গত মার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এই লিগ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। যার কারণে টুর্নামেন্টের শুরু থেকে মাঠে দেখা যায়নি তাকে। তবে, নির্বাচকরা জানিয়ে দিয়েছিলেন মাশরাফি সুস্থ হলে তাকে ফ্রি ড্রাফটের আওতায় যেকোনো দল নিতে পারবে।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা