পাকুন্দিয়ায় বিদেশি মদসহ দুজন আটক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২১:১৩
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মঠখোলা-পাকুন্দিয়া সড়কের পুটিয়া গ্রামের আবু সাঈদের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহিন মিয়া, এএসআই জিন্নত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটকরা হলেন- উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং হিজলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদে সোমবার (৩০ নভেম্বর) রাত ১০টা ৩৫মিনিটে মঠখোলা-পাকুন্দিয়া সড়কের উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে আমদানির কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান জানান, বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে আমদানি করে নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা