ট্রলি-বাইক সংঘর্ষে প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ০৯:০০
অ- অ+

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (নুরু মন্ডল) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রাতে রায়গঞ্জ বাজার থেকে আন্ধারীঝাড় বাজারে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন নুরু মন্ডল। আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে আসার পর একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জনতা ট্রলিটি আটক করে এবং ট্রলির চালককে আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত নুরু মন্ডল রায়গঞ্জ ইউনিয়নে দুই বার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বুধবার দুপুরে রায়গঞ্জ হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা