তৌসিফের স্ত্রীর করোনা, দুজনেই আইসোলেশনে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:২১| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:৫৮
অ- অ+

এ প্রজন্মের জনপ্রিয় নাট্য অভিনেতা তৌসিফ মাহবুবের স্ত্রী জারা মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে জ্বর এবং সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে। শুটিং থেকে বিরতি নিয়ে তৌসিফই স্ত্রীকে দেখাশোনা করছেন।

অভিনেতা ধারণা করছেন, তিনি নিজেও করোনায় আক্রান্ত। তবে তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। তার পরও ঝুঁকি এড়াতে তাকে করোনা টেস্ট করানোর তাগিদ দিয়েছেন চিকিৎসক। কিন্তু তিনি এখনো করোনা পরীক্ষা করাননি। বর্তমানে স্ত্রীর সঙ্গে তিনি আইসোলেশনে আছেন।

তৌসিফ জানান, ‘গত ২৩ নভেম্বর আমার শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হন। তখন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতেই ছিলাম। পরদিন জারার শারীরিক অবস্থা খারাপ হলে করোনা টেস্ট করাই। ফলাফল পজিটিভ আসে। সেদিন থেকেই আমরা দুজন একসঙ্গে আইসোলেশনে আছি।’

গত ২৪ নভেম্বর তৌসিফ সর্বশেষ ‘বিফলে মূল্য ফেরত’ নাটকের শুটিং করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন সাফা কবির। বর্তমানে তৌসিফের হাতে আরও কয়েকটি নাটকের কাজ রয়েছে। তবে শ্বশুরবাড়ি থেকে করোনায় সংক্রমিত হতে পারেন ধারণা করে তিনি আপাতত শুটিং করছেন না।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের ইন্ধনে মুরাদনগরে ট্রিপল মার্ডার: র‍্যাব
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা