রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:৪৯| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:১০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া, বিপ্লব হোসেন ও রাজিব শিকদার।

বুধবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার দল।

বায়েজীদুর রহমান জানান, নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, কিছু লোক মোটা অঙ্কের জাল টাকাসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লাখ জাল টাকার নোট, বিপ্লবের কাছ থেকে ৬ লাখ জাল টাকা ও রাজিবের কাছ থেকে ৪ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা ‍দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা