ভালুকায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পক্ষে মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকালে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে এই কর্মসূচি হয়।
মিছিলটি গফরগাঁও রোডস্থ শিমুলতলি থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুট ওভারব্রিজের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে রফিকুল ইসলাম পিন্টু ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/কেএম)

মন্তব্য করুন