মানিকগঞ্জে মেয়র ও ৫ কাউন্সিলর প্রার্থীকে শোকজ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ২০:২৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:২৫
অ- অ+

নির্বাচনী আচরণবিধি অমান্য করায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের একজন মেয়র প্রার্থী ও পাঁচজন কাউন্সিলর প্রার্থীকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

বুধবার বিকালে নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা অমান্য করায় এই শোকজ করা হয়।

রিটার্নিং অফিসার জানান, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মেয়র প্রার্থী ফারজানা জুবাঈদী শিমকী, ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহানারা পারভীন জানু ও মলি আক্তার, ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ, ২ নম্বর ওয়ার্ডের আনছার আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লাল মিয়াকে শোকজ করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে শোকজের জবাব দেয়ার জন্য সময় দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা