চাহাল-নাটারাজানের বলে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৪
অ- অ+

অস্ট্রেলিয়া সফরে শুরুতে ওয়ানডে সিরিজ হারলেও জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। শুক্রবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

ভারতের এই জয়ের নায়ক দুজন বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে পেসার টি নাটারাজান ৩০ রান দিয়ে তিনটি উইকেট। আর কনকাশন সাব হিসাবে নামা যুজবেন্দ্র চাহাল ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে ভারতের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে অজিরা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন শর্ট। ২০ বলে ৩০ করেন হেনরিকস।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করেন। সফরকারী দলের ওপেনার লোকেশ রাহুল ৪০ বলে ৫১ রান করেন। ১৫ বলে ২৩ করেন সঞ্জু স্যামসন। ২৩ বলে ৪৪ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

তবে, ব্যাট করার সময় ইনিংসের শেষ ওভারে স্টার্কের বল খেলতে গিয়ে মাথায় আঘাত পান রবীন্দ্র জাদেজা। যে কারণে পরে তিনি আর ফিল্ডিং করতে পারেননি। তার পরিবর্তে আইসিসির নিয়মানুযায়ী কনকাশন সাব হিসেবে নামানো হয় চাহালকে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ময়জেস হেনরিকস ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্টার্ক ২টি, সুইপসন ১টি ও জাম্পাা ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা