ফরিদপুরে সেভ হোম থেকে পালাল চারজন

ফরিদপুরে সেভ হোম থেকে পালিয়ে গেছে তিন তরুণী ও এক কিশোরী। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত ১৩ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও পালিয়ে যাওয়া ওই নিবাসীদের কোন সন্ধান মেলেনি।
এ সেভ হোমটির নাম ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র’।
সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত এ সেভ হোমটি ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার এলাকায় সোহওয়ার্দী লেক পাড়ের পশ্চিম প্রান্তে।
ওই সেভ হোম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মোট ৭২ জন নিবাসী ছিলেন। এর মধ্যে থেকে চারজন শুক্রবার ভোর চারটার দিকে নিরাপত্তার দায়িত্ব দুই আনসার সদস্য সালমা বেগম (২৬) ও বিউটি আক্তারের (২৭) ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া ওই তিন তরুণী হলো রাজবাড়ী কোর্ট থেকে আসা সোনালী আক্তার (২১), রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা আলিসা (২০), গোপালগঞ্জ থেকে আসা ময়না (১৮) এবং কিশোরী হলো শরীয়তপুর থেকে আসা আছিয়া (১৭)।
এরা সকলে ভবঘুরে হিসেবে উল্লিখিত জেলা ও উপজেলায় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে এ সেভ হোমে ছিলেন।
এদের মধ্যে আলিসা আছেন ২০১৫ সাল থেকে। বাকিরা ও তিন কিংবা চার বছর ধরে আছেন। এদের আইনগত অভিভাবক না পাওয়ায় আদালত তাদের সেভ হোমে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই সেভ হোমের উপ-তত্ত্বাবধায়ক রুমানা আক্তার বলেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্য ঘুমিয়ে থাকায় পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিবাসীদের সন্ধানে পুলিশের পাশাপাশি সেভ হোম কর্তৃপক্ষও কাজ করছেন।
ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান বলেন, ওই নিবাসীদের নিরাপদে রাখার জন্য জেলখানার মত ১৮ ফুট উচু সীমানা প্রাচীর ও মোটা গ্রিল এ সেভ হোমে ছিল না। গ্রিল ছিল সরু এবং সীমানা প্রাচীর ছিল ছয় ফুট উচ্চতাবিশিষ্ট।
তিনি বলেন, পালিয়ে যাওয়া নিবাসীদের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ফরিদপুর সেভ হোম থেকে কোন নিবাসীর পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় যে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি বলেন, পালিয়ে যাওয়া তরুণী ও কিশোরীদের উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন