কাতার সংকট নিরসনে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কথা জানাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১০:০৬
অ- অ+

কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এই বিষয়ে কাতারের দেয়া বক্তব্যের একদিন পরই এমনটি জানিয়েছে সৌদি।

শুক্রবার এমইডি ২০২০ রোম ফোরামের ভার্চুয়াল সম্মেলনে কাতার বিষয়ে খোলামেলা কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, 'কুয়েতের অব্যাহত প্রচেষ্টার জন্য আমরা গত কয়েকদিনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি, তবে সব দলকে আরও ঘনিষ্ঠ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের দৃঢ় সমর্থনের জন্যও ধন্যবাদ জানাই।' খবর সিএনএনের

প্রিন্স ফয়সাল বলেন, আমরা আশা করছি এই অগ্রগতি চূড়ান্ত চুক্তি দিকে নিয়ে যেতে পারবে। আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি সেটি বিরোধের মধ্যে থাকা সব জাতির চূড়ান্ত চুক্তির অনেক কাছাকাছি। আশা করি এই সিদ্ধান্ত সবার জন্য সন্তোষজনক হবে।

২০১৭ সাল থেকে কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে প্রতিবেশী চার দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। তারপর এটি কাতার সঙ্কট সমাধানের প্রচেষ্টা নিয়ে সৌদি আরবের প্রথম প্রকাশ্য স্বীকৃতি।

বৈঠকে বক্তৃতার আগে এক টুইট বার্তায় সংকট নিরসনে কুয়েত ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করেন প্রিন্স ফয়সাল।

এর আগে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে একটি নড়াচড়া চলছে, তা থেকে আমরা আশা করছি এই সংকটের অবসান হবে। আমাদের বিশ্বাস এই সংকটের অবসান আঞ্চলিক নিরাপত্তা এবং আমাদের জনগণের ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। পারস্পারিক শ্রদ্ধা এবং উপসাগরীয় অঞ্চলের সব মানুষের অধিকারের ভিত্তিতে এই সংকটের অবসান হওয়া উচিত।

আল থানি বলেন, ‘কোনো দেশই এখন অন্যের কাছে কোনও কিছু দাবি করছে না। কিছু মতপার্থক্য রয়েছে সেগুলো অতিক্রম করতে হবে। কোনো মতভেদ থাকলে তা নিরসনে অবশ্যই আলোচনা হবে। সার্বভৌমত্বের ওপর পারস্পারিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ক তৈরি করা প্রয়োজন।’

সংকটের অবসান হলেও এর প্রভাব মুক্ত হতে সময় লাগবে জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চুক্তি হলে চার দেশের সঙ্গেই হবে, কেবল এক দেশের (সৌদি আরব) সঙ্গে নয়। আমরা সংকট সমাধান করতে সব মানুষের সম্পৃক্ততা এবং উপসাগরীয় ঐক্যের চেষ্টা করে যাচ্ছি।’

ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের আন্দোলন চলছে 
ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগরভবনের ভেতরে অবস্থান নিয়েছে হাজারো নগরবাসী
সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দিচ্ছে অবৈধ দোকানপাট
ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা