নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৪১
অ- অ+

নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম।

সম্মেলনে বক্তব্য দেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক মোর্শেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, গাজী দেলোয়ার হোসেন ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

বক্তারা দেওয়ানী ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে কিভাবে দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম বলেন, ‘শত বাধা ও লজিস্ট্রিক সাপোর্টের অপ্রতুলতা স্বত্বেও বিচারক ও বিচারের সঙ্গে জড়িত সকল সংস্থার সমন্বিত চেষ্টাই দ্রুত ও যথাযথভাবে বিচার নিষ্পত্তি হতে পারে।’

দেশাত্ববোধ ও মানবসেবার মানিসকতা নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে তাদের দ্বায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এসময় নওগাঁর সিভিল সার্জন, বিজিবি প্রতিনিধি, জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধিসহ সকল বিচারক, দেওয়ানী এবং ফৌজদারি মামলার সঙ্গে সম্পৃক্ত জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা