ঠাকুরগাঁওয়ে বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তি উদযাপিত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২০, ১৮:৩৭
অ- অ+

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সম্মেলন। গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্যের আলোচনা, গুণীজন সম্মননার মধ্য দিয়ে পুরষদের দশকপূর্তি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ। লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি জুনায়েদ কবীর বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুপম মনি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত।

আলোচক হিসেবে ছিলেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদ-দীন, বিশিষ্ট কবি ও গল্পকার সরকার ফজলুল হক। বেলা সারে ৩টায় ধারাবাহিক ভাবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং গুণীজন সাহিত্য সম্মননা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বছরের গুণীজন সাহিত্য সম্মননা প্রদান করা হয় জেলার বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক কবি আশরাফ উল আলমকে।

এর আগে বিশেষ পর্বে শব্দশিল্প ঘর প্রকাশনের ব্যানারে কবি ও ছড়াকার মো. আফসার আলী রচিত-‘খোকার স্বপ্ন’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সাহিত্য সম্মেলনে সংগঠনের প্রায় ১৫ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক রাফিক আহানজ।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা