পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি কর্মকর্তা রুবেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২০, ২১:১৯
অ- অ+

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মকর্তা মো. রুবেল হোসেন (৩১) কে যৌতুক ও নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ১৫ ডিসেম্বর এ ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তার সহযোগীরা বিষয়টি ধামাচাপা দিতে নানা অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন রুবেলের প্রথম স্ত্রী মাহফুজা খাতুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গি গ্রামের রমজান আলী প্রামানিকের ছেলে রুবেল হোসেনের সঙ্গে ২০১১ সালের ৬ জুন এক লক্ষ এক টাকা দেনমোহরে একই গ্রামের মন্তাজ আলীর মেয়ে মাহফুজা খাতুনের বিয়ে হয়। পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির কথা বলে রুবেল তার শ্বশুরের কাছ থেকে ১৫ লক্ষ টাকা যৌতুক নেন। তখন সে আবার ২০ লক্ষ টাকা দেনমোহরে নতুন করে আরেকটি কাবিননামা করেন। তাদের ঘরে রাইসা নামের ৭ বছরের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি রুবেল প্রথম স্ত্রী নানা সময় যৌতুকের জন্য চাপ দিত। কিন্তু সকল সম্পত্তি বিক্রি করে ১৫ লক্ষ টাকা দেওয়ার পর নি:স্ব হয়ে যাওয়ায় মাহফুজার বাবা মন্তাজ যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে প্রায়ই মাহফুজাকে প্রায়ই মারধর ও নানা ধরণের নির্যাতন করতো। এক পর্যায়ে মাহফুজাকে মেরে বাড়ি থেকে বের করে দিলে চলতি বছরের ২০ আগস্ট মাহফুজা যৌতুক, নারী নির্যাতন বিশেষ আদালতে মামলা করেন। আদালত মামলাটি সাঁথিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট প্রদান করতে নির্দেশ দেন। সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ১৫ ডিসেম্বর এই মামলার নির্ধারিত শুনানির দিনে রুবেল আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকে রুবেল পাবনা কারাগারে রয়েছেন।

পাবনা কারাগারের সুপারেনটেনডেন্ট এসএম শাহ আলম শনিবার বিকালে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গত বছরের প্রথম দিকে রুবেল গোপনে বেড়া উপজেলার স্যানালপাড়া ব্রাকের সাবেক কর্মচারী সোনিয়া খাতুনকে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন বলে জানা গেছে। সোনিয়া নিজেও এখন সন্তানসম্ভবা।

এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আনোয়ার হোসেন বলেন, করোনা কারণে এখন কেউ অফিসে ঠিকমত আসেন না। তাই এই বিষয়ে তার জানা নেই। তবে গত ৮ দিন ধরে রুবেল অনুমতি ছাড়াই অনুপুস্থিত রয়েছেন বলে স্বীকার করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আমি আজই ফাইলে স্বাক্ষর করেছি।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা