২০২০ সালের সেরা পাঁচ স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১২:২২
অ- অ+

করোনার আবহেও ২০২০ সালে প্রযুক্তি বাজারে নিত্যনতুন ডিভাইস এসেছে। এসব ডিভাইসের মধ্যে ছিল স্মার্টওয়াচও। গত কয়েকবছর ধরে স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের ব্যবহার বেড়েছে। আসুন জেনে নেই ২০২০ সালে বাজারে আসা সাশ্রয়ী দামের

রিয়েলমি ওয়াচ

চমৎকার এই স্মার্টওয়াচে ১.৪ ইঞ্চির কালার টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সেল রেট ৩২০ x ৩২০ পিক্সেলস। ডিভাইসটিতে ১২ ধরনের বিল্ট-ইন ওয়াচ ফেস রয়েছে। এছাড়াও ইউজারেরা চাইলে অন্যান্য ওয়াচ ফেস ডাউনলোডও করে নিতে পারেন। চৌকো ডায়ালের এই হাতঘড়িটি কালো, নীল, লাল এবং সবুজ - এই চারটি কালার অপশনের পাওয়া যাচ্ছে। ঘড়িটির ওজন মাত্র ৩১ গ্রাম। ২৪/৭ হেলথ অ্যাসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচের ব্লাড-অক্সিজেন লেভেল মনিটর রয়েছে। রয়েছে রিয়্যাল টাইম হার্ট-রেট মনিটরও রয়েছে এই স্মার্টওয়াচে। ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি ট্র্যাকার-সহ এই হাতঘড়িতে ১৪টি ভিন্ন-ভিন্ন স্পোর্টস মোড রয়েছে।

অ্যামাজফিট নিও স্মার্টওয়াচ

এই স্মার্টওয়াচে রেট্রো ডিজাইন দেওয়া হয়েছে। ২৮ দিন ব্যাটারি লাইফের এই ঘড়িতে অলওয়েজ-অন ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫ মিটার ওয়াটার রেসিসট্যান্ট । আছে ৪টি ফিজিকাল বাটন রয়েছে। চমৎকার এই স্মার্টওয়াচ যেমন হার্টরেট মাপতে পারে, তেমনই আবার এতে রয়েছে স্লিপ মনিটরের মতো অসামান্য ফিচার। রানিং, ওয়াকিং এবং সাইক্লিং এই তিন ধরনের স্পোর্টস মোড রয়েছে ডিভাইসটিতে। এর ডিসপ্লে ১.২ ইঞ্চির।

নয়েজ কালারফিট প্রো

নয়েজ কালারফিট প্রো স্মার্টওয়াচটি মূলত ফিটনেস ওয়াচ। এই হাতঘড়িতে রয়েছে ওয়াটারপ্রুফ কালার্ড ডিসপ্লে, হার্টরেট সেন্সর, কল এবং নোটিফিকেশন অ্যালার্ট এবং তার সঙ্গেই মিউজিক কন্ট্রোল ফিচার্স। আপাতত এই স্মার্টওয়াচের একটি কালার অপশনেই পাওয়া যাবে। এই স্মার্টওয়াচে ১.২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুউলিশন ২৪০ X ২৪০ পিক্সেলস।

জিওনি স্মার্ট লাইফ

এই হাতঘড়িতে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটরিং করার জন্য বিশেষ একটি ফিচার রয়েছে। এতে ১.৩ ইঞ্চির আইপিএস কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ২.৫ ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনও রয়েছে। ৫ মিটার পর্যন্ত ওয়াটার-রেজিস্ট্যান্স ক্ষমতা রয়েছে এই স্মার্টওয়াচের।

অ্যামাজফিট বিপ ইউ স্মার্টওয়াচ

চমৎকার এই অ্যামাজফিট স্মার্টওয়াচে ১.৪৩ ইঞ্চির এইচডি কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে রয়েছে এসপি জিরো টু, যা রক্ত এবং অক্সিজেন লেভেল মাপতে সাহায্য করে এবং স্ট্রেস মনিটর করে। আছে হার্ট রেট মনিটরিং করার সক্ষমতাও।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা