ট্রাম্পকে সরিয়ে দিতে রাজি নন মাইক পেন্স

আর মাত্র এক সপ্তাহ ক্ষমতায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে ২৫তম সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে সরিয়ে দিতে চান না ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি জানিয়েছেন এই সময়ের মধ্যে এমন পদক্ষেপ দেশের পক্ষে লাভজনক হবে না।
পেন্স মঙ্গলবার হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে লিখেছেন, ‘প্রেসিডেন্টের মেয়াদের আর ৮ দিন বাকি। এখন আপনারা দাবি করছেন ক্যাবিনেট এবং আমি ২৫তম অ্যামেন্টমেন্টকে স্বাগত জানাই। আমার মনে হয় না এই পদক্ষেপ জাতির পক্ষে লাভজনক হবে।’
অন্য দিকে ট্রাম্পও জানিয়েছেন এই প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নন তিনি। অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন হাউসের প্রতিনিধিরা ২৫তম সংশোধনী প্রয়োগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর যখন চাপ বাড়াচ্ছেন তখনই এ হেন প্রতিক্রিয়া ট্রাম্পের।
টেক্সাসে অভিবাসন নীতি, মেক্সিকোর দেওয়াল নিয়ে কথা বলার সময় অভিশংসনের বিষয়টি তুলেছিলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, '২৫তম অ্যামেডমেন্টে আমার কোনও ঝুঁকি নেই'।শুধু তাই নয়, অভিশংসন নিয়ে বাইডেন প্রশাসনকে কার্যত সতর্কও করেছেন তিনি। বলেছেন, 'ইমপিচমেন্টের গুজব দেশের ইতিহাসে বিদ্বেষপূর্ণ ডাইনি খোঁজার ব্যাধি। অধিকাংশ লোকই এটা বুঝবে না। এটা আমেরিকার পক্ষে ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এই সময়ে।'
নতুন বছরের শুরুতেই মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এই ঘটনার নিন্দা করেছে সারা বিশ্ব। সমালোচিত হয়েছেন ট্রাম্পও। তার পরই আমেরিকার নীতিনির্ধারকদের অভ্যন্তরে ট্রাম্পকে অভিশংসন করার দাবি ওঠে। সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন।
ঢাকা টাইমস/১৩জানুয়ারি/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

শেখ সাবাহ আল খালেদ ফের কুয়েতের প্রধানমন্ত্রী

ট্রাম্পের অনেক পররাষ্ট্রনীতিই অনুসরণ করবেন বাইডেন

ফের তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান

চীনের স্বর্ণখনিতে আটকা পড়া ১১ শ্রমিক উদ্ধার

তুর্কি জাহাজে হামলা: এক নাবিক নিহত, অপহৃত ১৫

এশিয়ার ‘মাদক সম্রাট’ নেদারল্যান্ডসে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিথ্যাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প

রাশিয়ায় পুতিনবিরোধী নজিরবিহীন বিক্ষোভ, গ্রেপ্তার কয়েক হাজার

মধ্যপ্রাচ্যে বাইডেনের ‘অগ্নিপরীক্ষা’
