বোলিং কোচের দায়িত্ব পেলেন ওমর গুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৩| আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:০১
অ- অ+

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরস দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক পাক পেসার ওমর গুল। এর আগে কোয়েটার বোলিং কোচ ছিলেন তারই সতীর্থ আব্দুর রাজ্জাক। দেশটির ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের কারণে রাজ্জাককে তার জায়গা থেকে সরতে হচ্ছে।

গত অক্টোবরে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচ দিয়ে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন গুল। পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে তার শিকার ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে উইকেট ১৭৯টি, ৬০ টি-টোয়েন্টিতে ৮৫টি।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে। এই আসরে অংশ নেবে মোট ছয়টি দল। ইতোমধ্যেই তারা তাদের দল গুছিয়ে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটে অনেক বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু কোনো টাইগার ক্রিকেটার দল পায়নি।

ক্রীড়া ডেস্ক/১৩ জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা