পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:০৪| আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:০৬
অ- অ+

ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছিল না বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। কেননা পয়েন্ট টেবিলে তাদের অবস্থান খানিকটা দূরে ছিল। অবশেষে এগিয়ে এসেছে দলটি। গতকাল রাতের খেলায় অ্যাঙ্গার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নেইমাররা। লেইভিন কুরজাওয়ার করা একমাত্র গোলে ম্যাচটি জিতেছে ১-০ গোল ব্যবধানে।

প্রথমার্ধে সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। বিরতির আগে তারা বলার মতো সুযোগ পায় ২৭তম মিনিটে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ডি-বক্সে খুঁজে পায় নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পাশের জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আরেকবার নাভাসের দৃঢ়তায় বেঁচে যায় পিএসজি। সতীর্থের ক্রসে কাছ থেকে দিওনির ডাইভিং হেড পা দিয়ে ফেরান তিনি।

৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন কুরজাওয়া। ডান দিক থেকে আলেকসান্দ্রো ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। প্রথম স্পর্শে বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৪২। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিওঁ দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে লিলে তিন নম্বরে আছে। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েণ্ট টেবিলের চতুর্থস্থানে অবস্থান করছে মোনাকো।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা